সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালীর মাধ্যমে মহিপুর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মো.নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ’র সাধারনণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম,মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়ের, মহিপুর থানা মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীগের সভাপতি আবদুল মালেক আকন, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন , প্রেসক্লাবের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বক্তারা প্রেসক্লাবের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। সেইসাথে সকল সদস্যদের সৎ এবং নিষ্ঠার সাথে লেখনির মাধ্যমে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।