মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় চরবিশ্বাস বুধবাড়িয়া বাজারে গত১১/২/২০২৩ইং গভীর রাত্রে দোকানের ভিতরে বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে বাজার ব্যবসায়ী, খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিক, ২টি,,, ফজলু হাং টিনের দোকান ১টি,,, মোজাম্মেল সরদারের জাল কাছির গুদাম ১টি মোট ৪টি দোকান সহ কোটি টাকার মালামাল পুরে ছাই। স্থানীয়া জানান রাত্র আনুমানিক ৩টার সময় দোকানের টিন ও মালামাল পুরে যাওয়ার ভিকট শব্দ শুনতে পেয়ে আমরা বাজারে ভিতরে তাকাইয়া দেখি আগুনের গোলা উপারে উড়তেছে ৪টি দোকান ও মালামাল পুরে ছাই হয়ে গেছে, আমাদের ডাক চিৎকারে এলাকায় অনেক লোকজন ছুটে আসলে আগুন নিবানোর জন্যে সকলে চেষ্টা করি ঘন্টা ক্ষানিক পর আগুন নিয়ন্ত্রণে আসে।