রবিবার, ১৮ মে ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে স্ব-উদ্যোগে সহস্ত্রাধীক কম্বল বিতরন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন সংবাদপত্রের সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।
শনিবার (০৪’ফেব্রুয়ারি-২০২৩ ইং) তারিখ বেলা সাড়ে ১১ টায় শহরের দক্ষিন সবুজবাগে আবহাওয়া অফিসের পশ্চিমপাশে নবনির্মিত পার্কে কম্বল বিতরন করা হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল আহসান কচি, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন চৌধুরী, সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুঁইয়া, যুবলীগ নেতা মোঃ খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা হিরাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরপর আলী আশরাফ মির্জাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানেও বিকালে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করবেন তিনি।