রবিবার, ১৮ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
দুমকিতে ৫ লক্ষ বাগদা রেনু আটক নদীতে অবমুক্ত।
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকিতে প্রায় ৫ লক্ষ বাগদা চিংড়ির রেনু পোনা আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরবেলা উপজেলার লেবুখালী ইউনিয়নের ইস্টিল ব্রীজ এলাকা থেকে বরিশাল-ন-১১/০২৩২ নামক পিক-আপ থেকে ৬ টি ড্রাম সহ এ রেনু পোনা জব্দ করা হয়। পিক-আপটি দশমিনা উপজেলার আউলিয়াপুর থেকে খুলনার উদ্দেশ্য যাচ্ছিলো। পরে আনুমানিক ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান ও মৎস্য ফিল্ড অফিসার সাইফুল ইসলাম আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া ফেরী ঘাট পায়রা নদীতে রেনু অবমুক্ত করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান ইমরান বলেন, আনুমানিক ৫ লক্ষ বাগদা রেনু পোনা জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়। সেখানে মৎস্য ফিল্ড অফিসার সাইফুল ইসলাম সহ পায়রা নদীতে রেনু অবমুক্ত করা হয়েছে এবং একটি পিক-আপ আটক করা হয়। এছাড়াও তিনি বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর এর বিরুদ্ধে বিশেষ কম্বিং অপারেশন -২০২৩ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান।