মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ১৬ই জানুয়ারি সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল এর ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায় (আন্তঃজেলা) শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার মোঃ আনোয়ার হোসেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, পিএসসি শেখ হাসিনা সেনানিবাস বরিশাল মেজর মোঃ ইফতেখার আলম, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস, সিনিয়র সহ সভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়া এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হোসেন আহাম্মেদ, বিভিন্ন অতিথি ও জেলা থেকে অংশগ্রহণকারী খেলোয়াড় সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
শুরুতে জাতির সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, কারাতে, এ্যাথলেটিকস খেলা অনুষ্ঠিত হবে।