সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্স: পটুয়াখালী গলাচিপা উপজেলায় চরকাজল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরশিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে সপ্না(১২)কে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের রেজাউল(৩৫) উপর।
১৪-০১-২৩ ইং রোজ শনিবার সকাল আনুমানিক ৯টার সময়। দাদী বলে,গত কাল বিকেল আনুমানিক ৪টার সময় আমি ও সপ্না কলই শাক আনতে গেছি রেজাউলের ডাইল খ্যাতে, আমার শাক তোলা হয়ে গেছে আমি চলে আসার সময় সপ্নাকে বলে তোর দাদী বাড়ি যাক তুই বেশী করে শাক নিয়ে যায়।
দাদী আরো বলে,তারপর আমি বাড়ি চলে আসি কিন্তু সপ্না আর আসে না। আমরা সব জায়গায় খুজেছি কোথাও পাইনি।
এবিষয় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিবেদককে বলেন, আমরা আসামীকে ধরতে সক্ষম হয়েছি,প্রাথমিক ভাবে ধর্ষণের কথা শিকার করেছে এবং মেয়েটিকে খুন করা হয়েছে।
আমরা মরাদেহ তরমুজ খেতের নদী থেকে উদ্ধারের করছি।