সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আত্মহননকারী রত্না বরিশাল বাবুগঞ্জের রহমতপুর কৃষি কলেজের ছাত্রী।
রোববার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
তিনি জানান, রত্নার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল অন্তর নামের এক যুবকের। তারা দুজনই বরিশাল বাবুগঞ্জের রহমতপুর কৃষি কলেজের শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। পরে রত্না তার প্রেমিক অন্তরের মোবাইল ফোনে ভিডিও কল করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি আত্মহত্যায় প্ররোচনা মামলা হয়েছে। এতে প্রেমিক অন্তরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।