রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে মেনাজ মৃধাকে সভাপতি ও পরে সুবাস দাসকে সাধারন পদে নির্বাচিত ঘোষনা করা হয়।
শুক্রবার (১৩’-জানুয়ারি-২০২৩ ইং) তারিখ বিকেলে শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুল মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির, বিশেষ অতিথি প্রচার ও প্রকাশনা সম্পাদক উওম বোস সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা শ্রমিলীগের সহ-সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সিকদার, এছাড়াও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ইসহাক সিকদার ও যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন মানিক, সদস্য আব্দুল আলিম (দুলাল), অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী (সদস্য), আমিনুল ইসলাম (সদস্য) সম্মেলন প্রস্তুত কমিটি ভারপ্রাপ্ত সভাপতি ৮ নং ওয়ার্ড মেনাজ মৃধা সহ ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
উও ওয়ার্ড কমিটিতে মোট ৫ জন সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম প্রস্তাব করেন। পরে নিজের সম্নয়ে মেনাজ মৃধা কে সভাপতি পদ দেয়া হয়েছে। এছাড়া সাধারন সম্পাদক পদে ৬ জনের তিন জন নিজেদের প্রস্তাব উর্ধ করেন বাকি তিন জনের মধ্যে জেলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের আলোচনা পর্যালোচনা শেষে সুবাস দাসকে সাধারন সম্পাদক পদ ঘোষনা করা হয়েছে।