সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে সেলিনা বেগম (৪৫), নামের নারীকে প্রতিপক্ষের পুরুষ কর্তৃক মারধর ও কুপিয়ে জযম করার ঘটনা ঘটে।
আহত সেলিনা বেগম মোঃ আলাউদ্দিন মাতবর এর স্ত্রী। রবিবার (০৮/০১/২৩ ইং) তারিখ বিকেল আনুমানিক সাড়ে তিন টার সময় ঘটনাটি ঘটে। এ বিষয়ে আহত সেলিনা বেগম বলেন, পূর্বে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ ও মামলা চলছে। এ অবস্থায় ঘটনার দিন সেই জমিতে বাবুল হাওলাদার আলু রোপন করলে সেখানে নিষেধ করতে গেলে ৪ জন পুরুষ মিলে সেলিনা বেগমকে মারধর ও কুপিয়ে জযম করে।
মারধরকারীরা হলেন, (১). বাবুল হাং (৩০), পিতাঃ মৃত আঃ রব হাওলাদার, (২). জব্বার হাং (৬০), পিতা মৃত কাজেম আলী হাওলাদার, (৩). আনিচ হাওলাদার (৭০), পিতাঃ তোজব আলী হাওলাদার, (৫). খলিল হাওলাদার (৬০), পিতাঃ মৃত মোসলেম হাওলাদার সহ আরও ৭/৮ জন মিলে এলোপাতাড়ি মারধর করে এবং কাচি দিয়ে কোপ দেয় তাতে বাম হাতে রক্ত কাটা জযম হয়।
পরে আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।এবিষয়ে ভুক্তভোগী পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।