শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালে হাই কোর্ট থেকে নিষিদ্ধ ঘোষিত ৫২টি পণ্যের বিরুদ্ধে বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে বরিশাল নগরের বাজার রোড ও হাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, সহকারী পরিচালক সুমি রাণী মিত্র’র নেতৃত্ব উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযান চলকালে ব্যবসায়ী ও ব্যবসায়ীক নেতৃবৃন্দর সাথে নিষিদ্ধ ৫২টি পণ্য নিয়ে আলোচনা করা হয়। এদিকে অভিযানের খবরে চকের পোলের পর থেকে বাজাররোড, হাট খেলা ও পেয়াজপট্টি এলাকার ব্যবসায়ীরা তাদের দোকান পাট বন্ধ করে দেন। ব্যবসায়ীদের দাবী রোজার শুরু থেকে প্রতিদিনই কখনো জেলা প্রশাসন আবার কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে প্রতিবাদ জানান। তবে এমন অভিযোগের সত্যতা নেই বলে জানিয়েছে অভিযানিক দলের সদস্যরা।