মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবা সহ রফিকুল ইসলাম (৩৬) নামের মাদক ব্যাবসায়ী আটক। রবিবার (৮’জানুয়ারি-২০২৩ ইং) সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী স্টান থেকে আটক করা হয়েছে।
আটককৃত রফিকুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা অহেদ ফকিরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্ব ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় বরিশাল টু পটুয়াখালী গামী যাত্রীবাহী বাস সেকান্দার পরিবহন বাসের মধ্যে থেকে ৩ নং সিটের যাত্রী মাদক ব্যাবসায়ী রফিকুল ইসলাম (৩৬) কে আটক করেন।
আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।