রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বিএনপির দলীয় পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে হুমকি থানায় জিডি লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ
দশমিনায় স্ত্রীকে মেরে হাত ভেংঙ্গে দিলো মাদ্রাসার সুপার

দশমিনায় স্ত্রীকে মেরে হাত ভেংঙ্গে দিলো মাদ্রাসার সুপার

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দশমিনায় স্ত্রীকে মেরে হাত ভেংঙ্গে দিলো মাদ্রাসার সুপার

পাচ্ছেনা আইনী সহায়তা  স্বামীর পরোকিয়া প্রেমের বাধাঁ দিতে গিয়ে অমানুবিক নির্যাতনের স্বীকারে হাত ভেংঙ্গে আহত হয়ছেন পটুয়াখালীর দশমিনা উপজলার দক্ষিন আরজবেগী দাখিল মাদ্রাসার সুপারের স্ত্রী রুমানা বেগম। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিন আরজবেগী এলাকার। স্ত্রী এবং স্থানীয়দের অভিযোগ সুপার মোশারেফ হোসেন লেবাছে একজন মাওলানা হলেও, প্রকৃত পক্ষে বিকৃতি মনের একজন হিংস্র নারী লুভি মানুষ। বিভিন্ন স্থানে মাদ্রসায় চাকুরী করার সময়েও রয়েছে নারী কেলেঙ্কারি ঘটনা। এদিকে মাদ্রসার লাইব্রেরিয়ান সহকারি শিক্ষিকার সাথে পরোকিয়ার বিষয় নিয়ে এলাকায় বেশ গুনজন রয়েছে। হয়ছে বহুবার সালিশি। তাতেও কোন লাভ হয়নি স্ত্রী’ এসব অভিযোগ দেয়ায়  উল্টো স্ত্রী – সন্তানের উপর অমানুবিক নির্যাতন চালাতে থাকে  সুপার মোশারেফ হোসেন। গত ৩০ ডিসেম্বর ২০২২ইং তারিখে মাদ্রাসার লাইব্রেরিয়ান সহকারি শিক্ষিকা সাথে অবৈধ সম্পর্কের বাধাঁ দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে অমানুবিক নির্যাতন করে বাম হাত কামরে দিয়ে, ডান হাত ভেংঙ্গে দিয়েছে লেভাচ ধারি ভন্ড প্রতারক নারী লুভী সুপার মোশারেফ হোসেন। নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলছে, তার বিরুদ্ধ কোন প্রতিবাদ করলেই মেয়ের উপর অমানুষিক নির্যাতন করে এক মাত্র মেয়ে নিয়ে দিশেহারা হয়ে কান্নায় ভেংঙ্গে পরছেন নির্যাতিতার মা। তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর সহ সমাজের সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিদের কাছে ন্যায় বিচার চেও কোন প্রতিকার পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের সভাপতির বরাবর অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছেনা বলেও জানান নির্যাতিতা ও  তার মা। এবিষয়ে মাদ্রাসার একাধিক সহকারি শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র- ছাত্রীদের কাছ থেকে জানা যায়, সুপারের নানাবিধ অপকর্মের কারনে মাদ্রাসায় তেমন কোন শিক্ষা নিবেশ পরিবেশ নেই। হচ্ছেনা তেমন কোন লেখা পড়া। তার অরাজকতার কারনে দিন দিন এলাকার স্থানীয় জনসাধারণ  ফুলে ফেঁপে উঠছেন। বিষয়ে সুপার মাওলানা মোশারেফ হোসেনের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার বলে ঘটনা ধামা- চাপা দেয়ার চেষ্টা করে বিভিন্ন ব্যক্তি দিয়ে মোবাইলের মাধ্যমে সংবাদ প্রকাশ না করার অপচেষ্টা করেন। এবিষয়ে দক্ষিন আরজবেগী দাখিল মাদ্রসার সভাপতি শাজ মোহাম্মদ সুমন সিকদার মুঠোফোনে জানান, আসলে আমি নিজেও লজ্জিত, কেননা বিগত দিনেও তার বিরুদ্ধ একাধিক শালিসি ব্যবস্থার মাধ্যমে  মুচলেকাও দিয়েছিলো। কিন্ত কোন কাজ হয়নি, একজন শিক্ষিত মাওলা হয়ে, কিভাবে নিজ স্ত্রী’র উপর দিন দিনের পর অমানুবিক শারীরিক নির্যাতন চালিয়ে আসছে ? শুধু তাই নয়, নির্যাতনের মাত্রা এতোটাই হিংস্র যে বেশ ক’দিন পূর্বে তার আড়াই বছরের শিশু সন্তানের দাতঁ পর্যন্ত ভেংঙ্গে দিয়েছে। এখন আবার স্ত্রীকে অমানুবিক নির্যাতন করে, মেরে এক হাত ভেংঙ্গে দিয়েছে। আমি খবর শুনে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স লোক পাঠিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করেছি। তাছাড়া মাদ্রসায় প্রতিষ্ঠানে শিক্ষানিবিশ পরিবেশ ফিরিয়ে আনতে সুপারের বিরুদ্ধে সর্বচ্চ আইনী প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD