রবিবার, ১৮ মে ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি : সাপ্তাহিক ছুটি উপলক্ষে পর্যটকদের পদচারনায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া কুয়াকাটার সীমা বৌদ্ধ বিহার, শ্রীঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন মার্কেট, তিন নদীর মোহনা, লেবুর বন, শুটকি পল্লী, ঝাউবন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটে এখন পর্যটকদের বাড়তি আনাগোনা। আগত পর্যটকরা প্রিয়জনদের সঙ্গে আনন্দ উন্মাদনায় মেতেছেন। পর্যটকদের এমন ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে মোতায়েন রয়েছে ট্যুরিষ্ট পুলিশ। আগামীকাল বছরের শেষ সূর্যাস্তকে বিদায় ও নতুন সূর্যদয়কে স্বাগত জানাতে পর্যটকদের আরো ভীড় বাড়বে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে আসা পর্যটক মোঃ সাদবিন বলেন, আমারা অনেক বন্ধুরা এসেছি থার্টি-ফাস্ট নাইট উজ্জাপন করতে।পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে সাগত জানাতে।
হোটেল-মোটেল অউনার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, নুতন বছরকে সাগত জানাতে পর্যটকের অনেক ভীর, আমাদের হোটেল গুলোর বেশীরভাগ রুমই বুকিং রয়েছে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, নতুন বছরকে সাগত জানাতে পর্যটকের অনেক ভীর তাই আমরাও সাদা পোশাকে ও পুলিশ টহল আগের চেয়ে বৃদ্ধি করেছি।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পর্যটকের নিরাপত্তার জন্য আমরা পৌরসভা, টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করেছি।