শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৯১ টি চোরাই স্মার্টফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে।
বুধবার বিকাল থেকে রাতব্যাপী অভিযানে চালিয়ে চকরিয়া উপজেলার চকরিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম -১,২,৩ নামক তিনটি মোবাইল ফোনের দোকান থেকে এসব চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
এসময় চোরাই মোবাইলের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনজাগির পাড়ার রাজা মিয়ার দুই ছেলে যথাক্রমে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (২০) এবং একই উপজেলার বরইতলীস্থ বানিয়ার ছড়ার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।