বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৭২নং দক্ষিণ চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন্নাহার পাপড়ি’র বদলিজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী, শিক্ষক এবং ম্যানেজিং কমিটির আয়োজনে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় ২০২২ সালের ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা দেয়া হয়।
প্রধান শিক্ষক মো.মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এসএমসি সদস্য মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধানখালী এসএইচ এন্ড আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন তালুকদার, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য কামরুন্নাহার পাপড়ি অনলাইন বদলির মাধ্যমে উপজেলার মধ্য টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন।