সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার শেষ বিকালে উপজেলার মাদ্রাসা রোডস্থ সমিতির অফিসের এ হামলার ঘটনা ঘটে। এসময় চেয়ার, টেবিল, টিভি, কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করা হয়। এছাড়া এসময় একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর নিয়ে যায় দুর্বৃত্তরা।
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাহামুদুল হাসান পলাশ জানান, শিক্ষক সমিতি নিয়ে প্রতিপক্ষ শিক্ষকদের সঙ্গে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তারাই এ হামলা চালিয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, তদন্তপ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।