বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে সুমনা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সুমনা আক্তার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর এলাকার সুজন
মোল্লার মেয়ে।
সুমনার স্বজনরা জানায়, দুপুরের দিকে সুমনা পরিবারের সবার অজান্তে বাড়ি পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা সুমনার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার জানান, পানিতে পড়ে যাওয়া শিশু সুমনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।