সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে নিমন কুমার রায় নামে এক ছাত্র মারা গেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ঘটনার পরপরই অন্যান্য ছাত্ররা নিমনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জগন্নাথ হলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সনজিৎ কুমার দত্ত বলেন, হলের ছাদ থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম লিমন কুমার রায়। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।