শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি:
রবিবার ২০’নভেম্বর পটুয়াখালীতে আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ টার সময় পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন ঝাউবন থেকে র্যালীটি আবুল কাশেম স্টেডিয়াম হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রতিদক্ষিন করে পরবর্তীতে নির্ধারিত স্থান ঝাউবন এসে শেষ হয়। এসময় ফুটবল খেলার আনন্দে আর্জেন্টিনার দলীয় সাপোর্টারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে র্যালীতে অংশ নেয়, এক্ষেত্রে নারী সাপোর্টারাও পিছিয়ে নেই তারাও একই সঙ্গে আনন্দ র্যালীতে অংশ নেয়। এছাড়াও কোমলমতি শিশুদের আনন্দ উল্লাস চোখে পরার মতো ছিলো। সকলের আশা আকাঙ্খা এবার কাতার বিশ্বকাপ প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার হাতে উঠবে এবং জনপ্রিয় খেলোয়াড় লিও মেসির শ্লোগানে ব্যান্ড ও সাউন্ড সিস্টেমের তালে তালে আনন্দে মুখরিত হয়ে ওঠে সারা শহর এ যে বিশ্বকাপ জেতার আরেক আনন্দ।