শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্স: উদ্ভাবনী উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ – এই স্লোগান নিয়ে গত ১৯ নভেম্বর জেলা প্রশাসন, বরিশাল এর আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২০ নভেম্বর, রবিবার বিকাল ৪টায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. এহতেসাম উল হক, অধ্যক্ষ, বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহসভাপতি, জেলা আওয়ামী লীগ, বরিশাল মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল মোঃ সোহেল মারুফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারী স্টলের ডিজিটাল সেবা কার্যক্রমের উপর মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল, দ্বিতীয় স্থান অধিকার করে জেলা শিক্ষা অফিস, বরিশাল, তৃতীয় স্থান অধিকার করে জেলা সমাজসেবা অধিদপ্তর, বরিশাল। ডিজিটাল উদ্ভাবনের ভিত্তিতে মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে আবু উবাইদা প্রজেক্ট, বিইউ রেডিও, দ্বিতীয় স্থান অধিকার করে টারজন হর্স প্রজেক্ট, টার্বো এক্সট্রিম, তৃতীয় স্থান অধিকার করেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, প্রজেক্ট-ভ্যান্ডিং মেশিন। মেলায় সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ৫০টি স্টল অংশগ্রহণ করে।