সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন ডেক্স: ঝালকাঠির রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং অস্ত্র ও ডাকাতিসহ ছয় মামলার পলাতক আসামি ডাকাত বিলকু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা জব্দ করা হয়।
রোববার (১৩ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিলকু উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পা কাটা মামলা ছাড়াও তার নামে তিনটি ডাকাতি, একটি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা জব্দ করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।