সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া উদ্দিন সিকদার কে ১৭ নং ওয়ার্ড বিএনপির সংবর্ধনা প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক প্রার্থীদের ক্যাম্পিং ও জনগণের ভোটের নিরাপত্তা পেলেই নির্বাচন সুষ্ঠু হবে – ব্যারিস্টার ফুয়াদ মৃত চাচার পালক পুত্রকে ওয়ারিশ হিসেবে উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন বরিশাল-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, কতজন তুললেন জমা দিলেন তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী: পার্থ তাসনিম জারার পদত্যাগ নিয়ে মুখ খুললেন আখতার পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা পটুয়াখালী-০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিল কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত স্ত্রীকে চিকিৎসার জন্য নেওয়ার সময় মাঝ নদীতে প্রাণ হারালেন স্বামী ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির মনোনয়ন বঞ্চিতরাও সক্রিয়
পটুয়াখালীতে দুদুকের গোপন সংবাদদাতা পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

পটুয়াখালীতে দুদুকের গোপন সংবাদদাতা পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীতে তকদীর হোসেন খান নামের লোক তিনি কিছু সময় পরিচয় দিয়ে থাকেন দুদুকের গোপন সংবাদদাতা তথ্য মন্ত্রনালয়ের গোপন সংবাদদাতা পরিচয় দিয়ে থাকেন তকদীর হোসেন খান। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায় তিনি দুই থেকে তিন বছর আগে পটুয়াখালীর কলাপাড়ায় থাকতেন বেশ কিছু দিন বরগুনার আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরে ছয় থেকে সাত মাস থেকে দোকানের টাকা না দিয়ে উদাউ তকদীর হোসেন খান।

বর্তমানে পটুয়াখালী জেলা শহরের হেতালিয়া বাঁধ ঘাট বোতল বুনিয়া রোডে থাকেন তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ব্রিজ সংলগ্ন মোঃআশরাফ মৃধা(৭০) তিনি তার আত্মীয়র সাথে টাকা পয়সার লেনদেন রয়েছে আশরাফ মৃধার বাসায় গিয়ে তকদীর হোসেন খান বড় ক্যামেরা নিয়ে নিউজ এর ভয় দেখান। পূর্ব গোলখালী নলুয়া বাগী ব্রিজ সংলগ্ন মোঃজাহাঈীর(৫৫) তার জায়গা জমি নিয়ে তার আত্মীয় স্বজনদের সাথে বিরোধ তার কাছে গিয়েও ক্যামেরা ভুম নিয়ে টেলিভিশনে নিউজ করবে বলে হুমকি দিয়েছেন এবং জমির চাষাবাদ বন্ধ করে দিয়েছেন জার্নালিজম এন্ট্রি করাপশন জ্যাক তকদীর হোসেন খান।

মোঃনজরুল হাওলাদার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা তার কাছ থেকেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছেন জমির কাজ করে দেবে বলে তকদীর হোসেন খান।নজরুল হাওলাদার কে জিজ্ঞেস করলে তিনি বলেন টাকা নিয়েছে কাজ করে দেননি তকদীর হোসেন খান। এবং বিভিন্ন জায়গা থেকে দুদুকের গোপন সংবাদদাতা তথ্য মন্ত্রনালয়ের গোপন সংবাদদাতা পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপন সুএে জানা যায় যে তকদীর হোসেন খান তিনি আরো বলেন জার্নালিজম এন্ট্রি করাপশন জ্যাক এর সাংবাদিক পাশাপাশি দুদুকের গোপন সংবাদদাতা তথ্য মন্ত্রনালয়ের গোপন সংবাদদাতা পরিচয় দিয়ে থাকেন। আরো জানা যায় তকদীর হোসেন খান তিনি কোন পএিকা টেলিভিশনের সাংবাদিক না।

তিনি সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি সংক্রান্ত বিষয় কাজ করে থাকেন জায়গা জমির ঝামেলা থাকলে সমাধান করে দিবে বলে গ্রামের মানুষ ভুল বুঝিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ টাকা তকদীর হোসেন খান নামের এই লোক। তকদীর হোসেন খান একটি বড় ক্যামেরা এবং ভুম ব্যাবহার করেন ভুমের সাথে ইংরেজিতে প্রেস লেখা,গ্রামের মানুষ বড় ক্যামেরা দেখলে ভয় পায় এজন্য তার কাছে জায়গার কাজ দিয়ে থাকেন।

জায়গা জমির বিষয় ভূমি অফিস থেকে খাস জায়গায় কাগজ উঠয়ে খাস জায়গা সরকারের গ্রামের মানুষ নিজ জায়গার সাথে খাল থাকলে নিজেরাই ব্যাবহার করে কিন্তু তকদীর হোসেন খান তাদেরকে নিউজ এর ভয় দেখিয়ে যাচ্ছেন দুদুকের গোপন সংবাদদাতা পরিচয় দেওয়া তকদীর হোসেন খান।

এ বিষয় সাংবাদিকরা মুঠো ফোনে তকদীর হোসেন খানকে জিজ্ঞেস করেন আপনি কোন পএিকা এবং কোন টেলিভিশনের সাংবাদিক, তকদীর হোসেন খান তিনি বলেন আমার বিষয় জানতে আপনি কে,আমার বিষয় জানতে হলে সরকার জানবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD