শনিবার, ১০ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
মোঃহাফিজুল ইসলাম শান্তঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সনের ১৮ই অক্টোবর শেখ রাসেল বঙ্গবন্ধু ভবন ধানমন্ডির বাসভবনে এই দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সনের ১৫ ই আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য ও পাক হানাদার হানাদার বাহিনীর হাতে বঙ্গবন্ধু পরিবার আত্মীয়-স্বজন সহ ছোট্ট রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল আয়োজন করে। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় আরো উপস্থিত ছিলেন, চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন খান ও শিক্ষক-শিক্ষীকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা।