সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
অনলাইন ডেক্স: হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা আজ বিজয়া দশমী সকাল ৯টা থেকে ১০ পযর্ন্ত অঞ্জলি দেয়ার ম্যধ দিয়ে দুর্গা দেবির বিদায় সম্পর্ন হয়েছে।বিকেলে শিদুর খেলা এবং সন্ধায় গঙ্গা বির্সজন দিয়ে এবছরের মত বিদায় জানায়।
নগরীর চরকাউয়া খেয়া ঘাটে কীর্তন খোলা নদীতে একের পর এক প্রতিমা বির্সজন করা হয়।বির্সজন এলাকায় উপস্থিত থেকে সার্বিক খোজ খবর নিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এবং আইনসৃংখলা রক্ষায় পুলিশ- র্যাবসহ সাদা পোশাকে বিপুল পরিমানে আইনসৃংখলারক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এছারাও শংকরমঠ,রামকৃষ্ণমিশন তারা তাদের নিজ্বস পুকুরে প্রতিমা বির্সজন দেয়।