শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারতের প্রখ্যাত গীতিকার, কবি ও চলচ্চিত্র পরিচালক গুলজার। ২০১৬ সালের মার্চে ঢাকায় আসেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। আমন্ত্রিত হয়ে তখন রুনা লায়লার বাসায় যান গুলজার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই উপহার দেন রুনাকে। ৭ ফেব্রুয়ারি রাতে একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে রুনা লেখেন, ‘গুলজার সাহেবের সুন্দর চিন্তা ও বক্তব্যে আমি সম্মানিত।’
ভিডিওতে রুনাকে নিয়ে গুলজার বলেন, ‘পরিণত বয়সে আমি যখন আপনার গান শুনতাম আপনি তখন ছোট। এখন আমার বয়স হয়েছে, কিন্তু সেই যৌবনেই আটকে আছেন আপনি। আপনার কণ্ঠ যেন দিন দিন আরো রূপ-যৌবন লাভ করছে। আপনার অসাধারণ কণ্ঠ সেই সময় থেকেই আমার সঙ্গী। আপনি যখন মাথা দুলিয়ে গাইতেন, খুব সুন্দর দেখাত। সেই সময়ের কথাগুলো আজও আমার মনে আছে। তখন থেকে আজ পর্যন্ত আপনি আমার হৃদয়ে আছেন, স্মৃতিতে আছেন, আছেন নয়নজুড়ে। আমি আপনার অনেক বড় ভক্ত, একজন শুভাকাঙ্ক্ষীও।’