সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন এই স্লোগান নিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ ওয়াহেদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিকসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করে জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে অতিথিরা বিশ্ব পর্যটন দিবস ২০২২ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।