মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ‘পর্যটনের নতুন সম্ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে পটুয়াখালী জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশসহ ট্যুরিস্ট পুলিশ ও কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসমূহ। মঙ্গলবার বেলা ১০ টায় পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইন মোটেলের সামনে থেকে বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্লাকার্ডের পাশাপাশি ব্যান্ড পার্টির অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে অংশ নেয় কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন অব ( টোয়াক) কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ পর্যটনমুখী ব্যবসায়ী বৃন্দ।
শোভাযাত্রাটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতের পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক
মোহম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আঃ খালেক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নিও নিও খেন রাখাইন, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য,পটুয়াখালী চেম্বার অব কমার্স সভাপতি গিয়াস উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু বক্কার সিদ্দিক,মহিপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়েরসহ পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ।
শোভাযাত্রায় কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন অংশগ্রহন করে। দুপুরে পর্যটকদের অংশগ্রহনে হাডুডু খেলা এবং সন্ধ্যায় রাখাইন শিল্পীদের অংশগ্রহণে সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও পর্যটন দিবস উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা।