মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৪ হাজার লিটার চোরাই ডিজেল সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে আন্ধারমানিক কোষ্টগার্ড। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২০ টি ব্যারেল ও একটি ট্রলার ( স্টিল বডি) জব্দ করা হয়। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। পরে সকাল দশটার দিকে তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলো মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া(২৮) ও মেহেদী হাসান (২১)। তাদের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
আন্ধারমানিক কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বলেন, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিলো চোরাকারবারী চক্র। তাদের বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।