বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় চেয়ারম্যান, মেম্বর ও পৌর কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আওয়ামীলীগ মনোনিত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহন। শনিবার শেষ বিকালে কুয়াকাটা পৌর শহরের একটি আবাসিক হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সহ-সভাপতি সুলতান মৃধা, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কুয়াকাটা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় মহিপুর, লতাচাপলী, ডাবলুগঞ্জ ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা, জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।