বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স: যশোরের পুটখালি সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবারসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫)। হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার খলশি গ্রামের রমজান আলীর ও আক্তারুল ইসলাম একই গ্রামের আবু বক্করের ছেলে।
খুলনার ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে বিজিবি সদস্যরা ইছাপুর খালপাড় জামে মসজিদের পাশে অবস্থান নেত। পরে তাদের তল্লাশি করে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা।