বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ঘটনা নিয়ে বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত পেরিয়ে যাতে মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে না পারে সে জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ২০ ও ২৮ আগস্ট সেখানে দুইটি দুর্ঘটনা ঘটেছে।
সেখানে মর্টারশেল বা মর্টারশেলের অংশ বিশেষ বাংলাদেশে পড়ে থাকতে দেখা গেছে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আমরা প্রতিবাদ জানিয়েছি।
গত দুই-তিন দিন ধরে বুঝতে পারছি, তাদের অভ্যন্তরীণ অবস্থার হয়তো অবনতি হয়েছে। সেটা তাদের বিষয়। তবে আমরা বলছি, বাংলাদেশের সীমান্তে যেন কোনো প্রভাব না পড়ে।
শাহরিয়ার আলম বলেন, অনেকেই আশঙ্কা করছেন, ওখানে যেসব রোহিঙ্গা রয়েছেন, তারা যেন চলে না আসেন। তবে ২০১৬-১৭ সালে রোহিঙ্গারা এলে আমরা ঠেকাতে পারিনি, বা আমরা মানবিক কারণে ঠেকাতে চাইনি। তবে এবার আমাদের কাছে কিছু তথ্য আছে, যেটা সেই সময়ে ছিল না। আমাদের সংস্থাগুলো বেটার প্রিপেয়ার্ড। বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে, যেন মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে না পারে।
তিনি জানান, এবার যেখানে এসব ঘটনা ঘটছে, সেখানে কোনো রোহিঙ্গা এখন আর থাকেন না। সে কারণে রোহিঙ্গা ঢলের আশঙ্কা খুব একটা নেই।
তিনি আরও জানান, ২০১৭ সালে এয়ার স্পেস ভায়োলেশন হলেও এবার সেটা হয়নি। সীমান্ত নিয়ে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি।
প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তের এসব ঘটনা আমরা ঢাকার কূটনীতিকদের জানিয়ে রাখবো।