মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি।।১৩ ভরি স্বর্ণালঙ্কার ৫০ হাজার টাকা লুট বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান ব‌রিশা‌লে সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে বিএন‌পি নেত্রীর মামলার প্রতিবা‌দে মানববন্ধন ব‌রিশা‌লে সড়‌কে বৃক্ষ রোপন ক‌রে বি‌ক্ষোভ ব‌রিশা‌লে প‌লি‌টেক‌নিক শিক্ষার্থী‌দের বিক্ষোভ কলাপাড়ায় পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল দুর্ভোগে পথচারীরা কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সভাপতি জাবেদ, সম্পাদক সোয়েব।।ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত জাগুয়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটুয়াখালীতে ৪টি বিদ্যালয়ে এসএসসি  পরীক্ষায় পাশ করতে পারেনি ১ জনও বাউফলে টানা বৃষ্টিপাতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুর্ভোগে জনজীবন
আল্লাহ বান্দাকে ক্ষমা করেন

আল্লাহ বান্দাকে ক্ষমা করেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: কোনো বান্দা একটি পাপ করলো ও বললো, ‘হে রব! তুমি আমার পাপ ক্ষমা করো।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘আমার বান্দা একটি পাপ করেছে, এরপর সে জেনেছে যে, তার একজন রব আছেন, যিনি পাপ ক্ষমা করেন আবার পাপের কারণে পাকড়াও করেন।’ কোন সে প্রভু তিনি? তিনি বান্দাকে কখন ক্ষমা করেন?

তিনি কত মহান। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে যিনি বান্দাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়ার জন্যই যিনি প্রস্তুত থাকেন। তাঁর ক্ষমার বর্ণনা তুলে ধরে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। তাহলো-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন আর তিনি তাঁর রব থেকে বর্ণনা করেন কোনো বান্দা একটি পাপ করলো ও বললো হে আমার রব! তুমি আমার পাপ ক্ষমা করো।’ তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটি পাপ করেছে এরপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন ও পাপের কারণে পাকড়াও করেন।’ এরপর সে আবার পাপ করলো এবং বললো হে আমার রব! তুমি আমার পাপ ক্ষমা করো।’ তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটি পাপ করেছে এরপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন ও পাপের কারণে পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। সুতরাং সে যা ইচ্ছা করুক।’ (বুখারি ও মুসলিম)

বান্দা যখন কোনো পাপ করে ফেলে তারপর বলে, ‘হে আমার রব! তুমি আমার পাপ ক্ষমা করো।’ তখন আল্লাহ বলেন, ‘আমার বান্দা একটি পাপ করেছে, এরপর সে জেনেছে যে, তার একজন রব আছেন, যিনি পাপ ক্ষমা করেন। ফলে আল্লাহ তার এই পাপ গোপন করেন ও তাকে ক্ষমা করেন অথবা এর জন্য শাস্তি দেন। এরপর সে আবার পাপ করলো এবং বললো, ‘হে আমার রব! তুমি আমার পাপ ক্ষমা করো।’ তখন আল্লাহ বলেন, ‘আমার বান্দা একটি পাপ করেছে, তারপর সে জেনেছে যে, তার একজন রব আছেন, যিনি পাপ ক্ষমা করেন ফলে আল্লাহ তার এই পাপ গোপন করেন ও তাকে ক্ষমা করেন অথবা এর জন্য শাস্তি দেন। (আল্লাহ বলেন) আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। অতএব, সে যা ইচ্ছা পাপ করুক ও তার পশ্চাতে সঠিকভাবে তাওবা করুক। যতক্ষণ পর্যন্ত এভাবে পাপ করে তাওবা করবে আমি তাকে ক্ষমা করে দেবো। কেননা তাওবা আগের পাপরাশিকে মিটিয়ে দেয়।

হাদিসের শিক্ষা ও উপকারিতা

১. নিজের বান্দাদের ওপর আল্লাহর রহমত ও অনুগ্রহ যতক্ষণ তারা এ বিশ্বাস করে যে, তাদের রবের হাতেই তাদের নিয়ন্ত্রণ। যদি তিনি চান ক্ষমা করবেন আর যদি চান শাস্তি দেবেন।

২. বিশুদ্ধ তাওবা দ্বারা মানুষের গুনাহগুলো দূরীভুত হয়।

৩. আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিনদের অন্তর তাওবা দ্বারা পরিষ্কার হয় এবং তার রবের ক্ষমার ব্যাপারে আশাবাদী হয়। তাই সে সংশোধন ও ভালো কর্মের প্রতি প্রতিযোগী হয়। যদি তার থেকে কোনো গুণাহ পাওয়া যায় সে তাওবা দ্বারা তার প্রতিকার করে। গুনাহের ওপর সে অবিচল থাকে না।

৪. যদি কোনো বান্দা থেকে গুনাহ একশবার বা তার চেয়ে অধিকবার প্রকাশ পায় এবং প্রতিবার সে তাওবা করে তার তাওবা কবুল করা হবে এবং তার গুনাহ দূর হয়ে যাবে। আর যদি সব গুনাহ থেকে একেবারে শেষে তাওবা করে তাহলেও তার তাওবা কবুল হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন। তাওবার মাধ্যমে সঠিক ও বিশুদ্ধ জীবনে ফিরে আসার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD