বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: গলাচিপা উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাংভুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ২৫ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।
এদিকে হামলার ঘটনা গলাচিপা উপজেলা ছাত্রলীগকে দায়ী করেছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহজাহান খান। তিনি জানান, আমিসহ উপজেলা বিএনপির অন্যান্য সদস্য বৃন্দদের নিয়ে দলীয় অফিসে বসে দলীয় কার্যক্রম করছিলাম।
এসময়ে ছাত্রলীগের একটি মিছিল অতর্কিত হামলা চালিয়ে অফিসের চেয়ার ভাংচুর করে বলে অভিযোগ করে। তবে এঘটনায় কেউ আহত হয়নি। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ, এম আর শওকত আনোয়ার ইসলাম মুঠোফোনে জানান, হামলার কোন তথ্য আমাদের কাছে নেই। এছাড়া এব্যাপারে কেউ অভিযোগও করেনি লিখিত অভিযোগ পেলে দোষী ব্যাক্তি সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।