বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২১ আগষ্ট ২০০৪ বিএনপি-জামাত জোট সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় নারকীয় গ্রেনেট হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহাবুবুর রহমান তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুল মালেক।
এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।