মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম(৫৫) নামের এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বরিশাল সেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। আবদুস সালাম আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম তার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় রজপাড়া ফোরলেন এলাকায় পৌছলে সড়কের উপরে রাখা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলে ধাক্কা লাগে। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নামাজের জানাজা বাউফল উপজেলার দাসপাড়ায় অনুষ্ঠিত হয়ে শেখানেই দাফন করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।