রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন কুয়াকাটায় একটি ইলিশ অনলাইনে ৬ হাজার টাকায় বিক্রি কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার গুজব ছড়ানোর আগে তিনি নিজের ভাই-বোন-পরিবারের কথা চিন্তা করতে বলেছে : স্নিগ্ধ কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান বাংলাদেশ প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে মামলা দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ কলাপাড়ায় পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ
‘বিদেশি বিনেয়োগে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ দূর করা হবে’

‘বিদেশি বিনেয়োগে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ দূর করা হবে’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিদেশি বিনিয়োগকারীদের এ দেশে বিনেয়োগের ক্ষেত্রে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ দূর করে বাণিজ্য সহজ করায় মনোনিবেশ করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তিরিংকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান বাণিজ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তারা (বিদেশি বিনিয়োগকারী) বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কিন্তু বিনিয়োগ করতে পথে পথে অনেক বাধা। এটা সমস্যা, ওটা সমস্যা। ইজ অব ডুয়িং বিজনেসে পিছিয়ে পড়া সমস্যা। সেপ্টেম্বরে একটি মিটিং হয়েছে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সহজীকরণ নিয়ে। আগামী মার্চে আরও একটি মিটিং আছে।

‘আমি এখানে আসছি, আমি আসলে দেখতে চাই। লাল ফিতার কাজের মধ্যে আমি নাই- সোজা কথা। আমি তো গায়েখাটা মানুষ। লাল ফিতা দেখলেই আমার মাথা গরম হয়ে যাবে, কাজ আটকে থাকবে কেন? যে কাজ আজকে করা সম্ভব, কালকের জন্য সেটা অপেক্ষা করবো কেন? তবে এ জন্য আমাকেও একটু স্টাডি করতে হবে। লাল ফিতাটা কতটা গভীরে সেটাও দেখতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসুক। আমরা এজন্য সবকিছু সহজ করতে চাই। এখানে বিনিয়োগ করে রিটার্ন নিয়ে যাওয়াও অনেক বাধা আছে বলে বিদেশিরা বলছে। আমি একটা একটা করে দেখতে চাই কোথায় বাধা রয়েছে এবং এগুলো কিভাবে দূর করা যায়। যারা এ দেশে বিনিয়োগ করবে তারা তো লাভ নিয়ে যাবে, যাবে না?

‘আনার সময় ওয়েলকাম করব যে, আসো টাকা নিয়ে আসো, আর প্রফিট করে ফেরত নিয়ে যাওয়ার সময় আটকে রাখব, সেটা তো ফেয়ার নয়। আমাদের কমিটমেন্ট অনুযায়ী দিতে হবে। বাধা হলে তো তারা নিরুৎসাহিত হবে। এ বিষয়ে আমাদের কমিটিও কাজ করছে। দেখা যাক কী হয়।’

টিপু মুনশি বলেন, দেশটা তো আমাদের। এমন কোনো নিউজ না করা উচিত যেটা দেশটার ক্ষতি করবে। আমার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, ব্যবহারও করি না। তবে শুনি ফেসবুকে অনেক গুজব চলে আসে।

ব্রেক্সিটের কারণে বাংলাদেশ সমস্যায় পড়বে কিনা- জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত বলেন, ব্রেক্সিট হলে ২৭ দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থাকছে। এরফলে ইইউ’র পলিসিতে তেমন কোনো পরিবর্তন আসবে না। তাই এর ফলে বাংলাদেশের সঙ্গে ইইউ’র ব্যবসা-বাণিজ্যে তেমন কোনো পরিবর্তন আসার কথা নয়।

সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, শ্রমিক কর্মপরিবেশসহ সবকিছু কমপ্লায়েন্স রাখতে হবে। এর জন্য অ্যাকর্ড, অ্যালায়েন্স ও আইএলও কাজ করছে। বাংলাদেশের লেবার আইন আছে। বাংলাদেশের আরসিসিকে আরও সক্ষমতায় আনতে হবে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলা হয়, ইইউ বাংলাদেশের সাথে ঘনিষ্টভাবে বাণিজ্য করছে। উভয় দেশের চলমান বাণিজ্য আরো বাড়ানো সম্ভব। বাংলাদেশে বিনিয়োগও করতে চায় ইইউ ব্যবসায়ীরা। বিনিয়োগের ক্ষেত্রে কিছু জটিলতা আছে। বাংলাদেশ সরকারকে সে জটিলতাগুলো অবসান ঘটাতে হবে।

বাংলাদেশের পণ্যের মূল্য বৃদ্ধির বিষয় ক্রেতারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের তৈরি পোশাক কাখানাগুলোর অনেক উন্নতি হয়েছে। শ্রমিকরা এখন নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে। এখানে অনেক গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে।

ইইউ’র বাজারে ২০২০ সালে জিএসপি রিভিউ করার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জীবনে তো প্রতিদিনই চ্যালেঞ্জ। তবে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছি। আমি মনে করি ইইউ আমাদের দীর্ঘমেয়াদী বন্ধু। জিএসপি রিভিউতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। আরসিসি যখন পরিপূর্ণভাবে সক্ষমতা অর্জন করবে তখন অ্যাকর্ড চলে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD