বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ
পটুয়াখালীতে বিধিমালা উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি।

পটুয়াখালীতে বিধিমালা উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি।

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী. পটুয়াখালীর দুমকিতে গ্রাম পুলিশ নিয়োগ বিধিমালা উপেক্ষা করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিজেই গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ! এনিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এমন ঘটনাটি ঘটেছে। বিধিমালা অনুযায়ী কোন ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের পদ শূন্য হইলে অথবা নতুন ইউনিয়ন পরিষদ গঠন হওয়ার ফলে পদ সৃজন হইলে চেয়ারম্যান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারে নিকট গ্রাম পুলিশ পদে নিয়োগের জন্য লিখিতভাবে চাহিদাপত্র পাঠাবেন এবং চাহিদাপত্র প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার কোন ইউনিয়নের কোন ওয়ার্ডের জন্য গ্রাম পুলিশ নিয়োগ করা হইবে তাহা উল্লেখ করিয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবেন।

সেখানে একজন ইউপি চেয়ারম্যান কিভাবে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তা কারো বোধগম্য নয়। দেখা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার’র স্বাক্ষরিত ১৯১/২২ স্মারকে একটি চিঠিতে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং মঙ্গলবার সকালে তার নিজস্ব ফেসবুক আইডিতে চিঠিটি পোস্ট করেন।

পোস্ট করার ৫ ঘন্টার মাথায় আবার ডিলিট করেও দেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা মুরাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানানাো যাচ্ছে যে, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশের পদ শূন্য হওয়ায় নতুন গ্রাম পুলিশ নিয়োগ করা হইবে। নিম্ন শর্ত স্বাপেক্ষে আগ্রহী প্রার্থীকে আগামী ১৫/০৮/২০২২ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে আবেদন করিতে হইবে। এ বিষয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার বলেন, আমি নিয়োগ দেইনি দরপত্রের আহবান করেছি তবে এখন বন্ধ করে দিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক তিনি এ বিজ্ঞপ্তি দিতে পারবেন। নিয়োগ বোর্ডের সচিব ও দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ বিষয়ে আমি অবগত নই। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, তিনি এটা ভুলবশত করেছেন। আমি তাকে নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD