মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: সারা দেশের ন্যায় জেলার একমাত্র শিবগঞ্জকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর।
সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন আগামীকাল সকাল সাড়ে ৯টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল পদ্ধতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র শিবগঞ্জ উপজেলাকে সারা দেশের ন্যায় গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষণা করবেন।
আগামী কাল শিবগঞ্জ উপজেলার তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে অসহায়, ভুমিহীন ও গৃহহীন ৭৫টি পরিবারের মাঝে বাড়ি প্রদানের শুভ উদ্বোধন করা হবে। সাম্প্রতিতককালে ৪১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি প্রদান করা হয়েছে এবং আরো ৩৫টি বাড়ির কাজ চলমান আছে।
কাজ শেষ হলেই আরো ৩৫টি পরিবারের মাঝে প্রদান করা হবে। উল্লেখ্য যে এ পর্যন্ত শিবগঞ্জ উপজেলায় আগামীকাল ৭৫টি বাড়ি প্রদান সহ মোট ১১৮৮টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করা হবে।