বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার দুপুরের দিকে মহিপুর সদর ইউনিয়নের কলোনি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মুনীরা কায়সার।
স্থানীয়দের অভিযোগ, কোন প্রকার নোটিশ কিম্বা ঘোষনা ছাড়াই বৈরী আবাহওয়াকে উপেক্ষা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মুনীরা কায়সার জানায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে ।