মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
মাহবুব গলাচিপা পটুয়াখালী: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় চরবিশ্বাস ইউনিয়ন বি,এনপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২ প্রার্থী বাকের বিশ্বাস ও মোসাঃ রেনু আক্তার, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২ প্রার্থী মোঃ মুজিবুর রহমান সিকদার মোঃ মতিন হাওলাদার,গত ১৪/৫/২০২২ইং সকাল আনুমানিক ১০টায় স্থানীয় চরবিশ্বাস বাজারে, গলাচিপা উপজেলা বি,এনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে
চরবিশ্বাস ইউনিয়ন বি,এনপির কমিটি দেওয়ার জন্যে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রার্থীদের মধ্যে উৎকন্ঠা ও উত্তেজনা থাকায় কমিটির ঘোষণা দেয়নি উপজেলা নেতৃবৃন্দরা। অবশেষে ১৬/৬/২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টায় গলাচিপা উপজেলা বি,এনপির কার্যালয়ে সকল প্রার্থী ও ভোটারদের উপস্তিথিতে ভোট গ্রহন শুরু হয়,ভোটারদের সংখ্যা মোট ছিল ২০জন, ভোট গ্রহণ শেষে প্রার্থীদের উপস্থিতিতে গননা করা হয়,এতে বাকের বিশ্বাস ১৪ ভোট, মোসাঃরেনু আক্তার ৬ ভোট, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃমুজিবুর রহমান ১০ভোট মোঃমতিন হাওলাদার ১০ ভোট। বাকের বিশ্বাস ৮ভোট বেশি পেয়ে চরবিশ্বাস ইউনিয়ন বি,এনপির সভাপতি পদ জয়লাভ করেন, সাধারন সম্পাদক প্রার্থী উভয়ের মধ্যে সমান ভোট পাওয়ায়, স্বচ্ছতার
জন্যে উপজেলা বি,এনপি ৩টি ভোট প্রধান করলে মোঃ মুজিবুর রহমান সিকদার কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।