মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: ২৬মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়া বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা আমিরুল ইসলাম ফাহিম, আতিকুল ইসলাম আরিফ, আতিকুল ইসলাম দিপু, জুয়েল ইকবাল, সাইমুন রহমান ইসমাইল, জনি এবং পাশা।
এ সময় উপজেলা এবং পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে দোষীদের আইনের আওতায় আনতে সরকারের সহায়তা কামনা করেন।