সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালী সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বরিশালে আন্দোলনরত ছাত্র জনতা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ পটুয়াখালীর মির্জাগঞ্জে সালমার প্রতারনার ফাদেঁ মাজারের হিসাব রক্ষক সোহাগ মল্লিক রিয়াজ হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা এবং দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে ‘বাশিস’ জেলা সম্মেলন’র প্রস্তুতি সভা ঐতিহাসিক গণঅভূত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের বিজয় মিছিল বাউফলে টাইফয়েড প্রতিরোধ টিকাদান ২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত আত্মগোপনকারী ও বাবার শত্রুর মধ্যেই লুকিয়ে রয়েছে স্কুলছাত্রী মরিয়ম হ/ত্যা/কারী কুয়াকাটা সৈকতে ভেসে এলো ট্রলারসহ নিখোঁজ ১ জেলের মরদেহ সভানেত্রী লিলি, সম্পাদিকা নার্গিস।। কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার
বরিশালের বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা

বরিশালের বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় জমি বিরোধের জের ধরে ৭০ বছরের বৃদ্ধা কে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুর বারোটার দিকে উত্তর লামছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বৃদ্ধা শানু বেগমকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শানু বেগম ওই এলাকার মৃত সামসুদ্দিন মৃধার স্ত্রী। ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা শানুর মাথার কপাল বরাবর উপরে মারাত্মক জখম হয়েছে।

এছাড়া তার সমস্ত শরীলে এলোপাতাড়ি যখম রয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের ছেলে শাহ আলম মৃধা জানান, দীর্ঘদিন ধরে শাহ আলমের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি নিয়ে মৃত শফিজ উদ্দীনের ছেলে বাবুল মৃধা ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। বাবুল মৃধা ও তার সহযোগীরা শাহ আলমের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়। দখলের চেষ্টায় প্রায় সময় শাহে আলম ও তার পরিবারের লোকজনের উপর বিভিন্ন ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দেয় বাবুল মৃধা আবুল হোসেন সহ অন্যান্য সহযোগীরা। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাবুল মৃধা ও তার সহযোগীরা শাহে আলমের জমির মধ্যে জোরপূর্বক ভাতরুম তৈরি করে। এসময় শাহে আলমের মা শানু বেগম বাধা দিতে গেলে বাবুল মৃধা ও তার পরিবারের সাথে দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে একপর্যায়ে বাবুল মৃধা ও তার ছেলে ফেরদাউস, আল আমিন, ভাইয়ের ছেলে আলিফ,সহ ১০-১৫ জন সহযোগী পরিকল্পিতভাবে বৃদ্ধা শানু বেগমকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় ও পরিবারের সহযোগীরা আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহতের স্বজনরা আরো জানান, বাবুল মৃধা, আবুল হোসেন এরা ভূমিদস্যু ও সন্ত্রাসী। এছাড়া এদের বিরুদ্ধে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবার শাহ আলম জানান, আমার মাকে মারধর কারীদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ রাসেল হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখে আসছি। তবে মারধরের গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা রেফার করা লাগতে পারে।

বরিশালের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিষয়টি আমি শুনছি তবে কেউ  লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD