সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ ৭৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো.সাইদ ফকির(২১) ও তার সহযোগী মো.ওয়াসিকুর রহমান (নিরু) (২৩) গ্রেফতার করেছে বরিশালের উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
শুক্রবার (১৫ই এপ্রিল ) সোয়া ১১ টায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল বাজারে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারের যে,পূর্ব বামরাইল মাসুম ফকিরের বসত ঘড়ের দক্ষিন পাশে কাঁচা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতর কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সূত্রমতে, সাইদ ও নিরু মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে কাছে মাদক বিক্রি করে আসছিলেন। এলাকার উঠতি কিশোর বয়সী যুবকদের মাদকাসক্ত করিয়া দেশকে ধ্বংসের দিকে ধাবিত করিতেছে। গ্রেফতারকৃত মো.সাইদ ফকির উজিরপুর পূর্ব বামরাইল গ্রামের ২ নং ওয়ার্ডের আজাহার ফকিরের ছেলে ও তার সহযোগী ওয়াসিকুর রহমান (নিরু) আটিপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের জাহাঙ্গীর সরদারের ছেলে। মডেল থানার পুলিশ সদস্য এস আই জসিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন।