মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
এস এল টি তুহিন: বরিশাল নগরীর উত্তর বগুড়া রোডে উদ্ধোধন করা হয়েছে দেশীয় শোবিজের ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ। আজ শুক্রবার বিকেলে উদ্ধোধন করা হয় প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ জনপ্রিয় ৬ জন তারকা। জনপ্রিয় ৬ জন তারকা হলেন, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ইমন, নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম ‘বিশ্বরঙ’।
সুদীর্ঘ ২৭ বছরের পথচলায় ‘বিশ্বরঙ’ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র্য, বিভিন্ন উৎসব পার্বণ উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের ভালােবাসায় আমরা এবার এসেছি বরিশালে, ফ্যাশনপ্রেমীদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায়।
উল্লেখ্য, বরিশালে বিশ্বরঙের শাখাটি হচ্ছে শহরের নতুন বাজার রোডে অবস্থিত উত্তর বগুড়া রোডের ৯৬৮ নম্বর বাড়িতে। সেখানেই জড়ো হয়ে আলো ছড়াবেন দেশীয় শোবিজের জনপ্রিয় ছয় তারকা।