সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: কুয়েতের লেসকো কম্পানিতে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের আক্রমণে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলরসহ তিনজন আহত হয়। স্থানীয় পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কিছু সংখ্যক শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে।
ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে দ্রুত মুক্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে।
লেসকো কম্পানির মালিককে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ডেকে পাঠানো হয়েছিল এবং ঐ কম্পানি ৫ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিশোধ ও আকামা নবায়নসহ সকল সমস্যা সমাধানে রাজি হয়েছে।
এ ধরনের পরিস্থিতির পূনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে বিদেশে বাংলাদেশের সকল দূতাবাস ও প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।