বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজ বাগ ১ম লেন নিবাসী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশীদ এর ফ্লাটের তয় তলা থেকে শুকতারা সুপ্তি (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। জানা গেছে,মৃত গৃহবধূ গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়া বগী গ্রামের মৃত সেরাজুল ইসালাম এর কন্যা এবং হারুন অর রশীদ এর প্রবাসী পুএ রায়হানুল ইসলাম রাতুল(৩৫)এর স্ত্রী।
রাতুলের শিশু কন্যা আল্লাদীর(৭)বরাত দিয়ে রাতুলের সৎ মা ফাতেমা বেগম কনা সাংবাদিকদের জানান বেলা ১টার সময় রাতুলের কন্যা তার ২য় তলার ফ্লাটে এসে বলে তার মা তাকে জামা কাপর দিতে চায়না এবং তার সাথে রাগারাগি করে তাকে তারিয়ে দিয়েছে। তখন তিনি দুপুরের রান্না করছিলেন। রান্না সেরে তিনি রুমের দরজা বন্ধ দেখে স্হানীয় দের এবং তার স্বামী হারুন অর রশীদ কে অবহিত করলে তিনি পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে পুলিশ এসে গৃহবধূ সুপ্তির ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে এবং জরুরি বিভাগের কর্মরত ডাঃআবিদ হাসান গৃহবধূ সুপ্তি কে মৃত ঘোষণা করে। মৃত সুপ্তি র মা মেহেরুননেছা (৪৮)ছোট বোন রজনী(২২ জানায় সুপ্তি কে তার সৎ শাশুড়ী নির্যাতন করতো এবং তাকে মানতে পারেনি এবং সুপ্তির স্বামী একাধিক বিয়ে করেছে এবং তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো।গত কাল রাতেও তাদের সাথে মুঠোফোনে কথা হয়েছে।
সুপ্তি র বোন জামাই সাংবাদিকদের বলেন দীর্ঘ দিন যাবত সুপ্তি বাইরে রাতুল কে নিয়ে ভাড়া বাসায় থাকতো কিন্তু রাতুলের বাবা সুপ্তি কে তার মেয়ের মত ভালোবাসতো এবং ফ্ল্যাটের তয় তলায় থাকার জন্য ব্যবস্হা করে দেয় এবং এক মাস যাবৎ বসবাস করে আসছিলো।, যা সুপ্তি র সৎ শাশুড়ী মানতে পারেনি।
তিনি আরে জানায়, গত রাতে সুপ্তি র সাথে দীর্ঘ সময় মুঠোফোনে কথা হলে সুপ্তি তাকে জানায়, তার রেশন কার্ড নিয়ে লাইনে দাড়িয়ে রেশন আনলে তার শশুর তাকে রাগ করে,তার শশুরের কাজের লোক তার সৎ শাশুড়ীর বোনের ছেলে মামুন কাজী কে রেশন এনে দিতে বলললেও এনে না দিলে তাকে বাসার কাজ থেকে বাদ দিয়ে দেয়।
এতে ক্ষীপ্ত হয়ে মামুন কাজী মৃত গৃহবধূ কে দেখে নেয়ার হুমকি দেয় এবং বাসায় এসে গালি গালাজ করে চলে যায় বলে তিনি জানান। তিনি আরো বলেন আমরা এ মৃত্যু মানতে পারছিনা। আমাদের কাছে মৃতু রহস্যজনক মনে হচ্ছে। আমার এ মৃত্যূর রহস্য উদঘাটনের জন্য সুষ্ঠু তদন্ত দাবী করছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহ বধূর লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।