বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় প্রশাসনের কর্মকর্তাসহ সাংসদ মহিব্বুর রহমান মহিব এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সকাল ৯টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের পৃথক ব্যানারে আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম প্রমুখ।
এছাড়াও বিকেলে নুতন বাজার আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি, সঙ্গীত এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।