বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পেনাল কোডের ১২৪(ক) ধারায় নূরিয়া দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করা হয়। যা কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বুধবার আদেশের জন্য রাখেন। মামলাটি দায়ের করেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী বয়াতী। বাদী পক্ষে মামলাটি উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামাত’র সক্রিয় সদস্য ও আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো: আ: মান্নান শরীফ ৩রা অক্টোবর ২০০১ মাদ্রাসার অফিস কক্ষে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি নামাইয়া ভাঙচুর করিয়া বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগাল সহ স্বাধীনতা বিরোধী শ্লোগানে অফিস কক্ষ প্রকম্পিত করিয়া অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।
মো: ইউসুফ আলী বয়াতী জানান, ইতোপূর্বে বিষয়টি মহাপরিচালক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে। আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না হওয়ায় আদালতের স্বরনাপন্ন হয়েছেন তিনি।
এ বিষয়ে মামলার অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা মো: আ: মান্নান শরীফ নিজেকে একজন আওয়ামীলীগ কর্মী দাবী করে বলেন, একটি ওয়াকফা ষ্টেট ও মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়া বিরোধের জেরে ইউসুফ আলী বয়াতী সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ করার পর এবার আদালতে মামলা দায়ের করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।