শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু মুদি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/ চিকিৎসা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হিজলা উপজেলা বিএনপির র‍্যালী অনুষ্ঠিত বাউফলে পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন কলাপাড়ায় লামিয়া হত্যা মামলা থেকে নিরিহদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী জমির বায়না টাকা নিয়ে বিপাকে পড়ে কুয়াকাটায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস
নলছিটিতে জাহাঙ্গীরের প্রতারনায় অসহায় বাদল

নলছিটিতে জাহাঙ্গীরের প্রতারনায় অসহায় বাদল

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়ায় মৃত ওমর আলী তালুকদারের পুত্র জাহাঙ্গীর হোসেনের বিরুদ্বে ব্যাবসায়ী চুক্তির নামে প্রতারনা করে এক যুবকের সাথে প্রতারনা করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগীর দেওয়া অভিযোগ সূত্রে জানাগেছে, গত প্রায় ১৮/২০ বছর পূর্বে বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মৃত আ: ছত্তার হাওলাদারের পুত্র বাদল হাওলাদারের সাথে পরিচয় হয় জাহাঙ্গীরের।

পরে সম্পর্কের কারনে ২০২১ সালে চৌদ্দবুড়িয়া গ্রামে তালুকদার এন্টারপ্রাইজ নামের একটি হাড়ি-পাতিল তৈরির কারখানা করার উদ্দেশ্যে জাহাঙ্গীরের বাড়ির সামনের একটি টিনের ঘর ৬ হাজার টাকার মাসিক ভাড়ার চুক্তিতে ভাড়া নেন এবং এ্যালুমিনিয়ামের পাতিল তৈরি করার জন্য কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি ও মেশিন বসিয়ে ব্যাবসার কাজ শুরু করেন বাদল।

ব্যাবসার কাজ ভালো না চলায় সেখান থেকে মেশিন যন্ত্রপাতি নিয়ে বাদল চলে আসতে চাইলে তা অবৈধ্য বাভে হস্তক্ষেপ করে আটকিয়ে রাখে জাহাঙ্গীর। পরবর্তিতে গত ২০/০১/২০২১ তারিখ সেই মালামাল আনতে গেলে ভুক্তভোগী বাদলকে প্রাননাশের হুমকি দিয়ে সেখান দিয়ে বের করে দেয় প্রতারক জাহাঙ্গীর। যারই পরিপ্রেক্ষিতে ঝালকাঠী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাদল হাওলাদার। এম.পি মামলা নং- ৪১৫/২০২১. আদালত থেকে মামলার তদন্ত দেওয়া হয় নলছিটি থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তাকে। সেই মোতাবেক মামলার বিষয়টি নিয়ে সরেজমিন তদন্ত করের নলছিটি থানার এসআই মফিজুর রহমান। তবে, ভুক্তভোগী বাদল হাওলাদার অভিযোগ করেন, এস আই মফিজুর রহামান জাহাঙ্গীর হোসেন তালুকদারের সাথে গোপন সখ্যতা করে বাদলের বিরুদ্বে ভুল মিথ্যা প্রতিবেদন দেন। তবে এসআই মফিজুর রহমান বলেন, ভাই আমি সব কিছু সরেজমিনে দেখেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছি।

আর আমার প্রতিবেদনও ছিলো নির্ভুল। এদিকে ভুক্তভোগী বাদল হাওলাদার আরো অভিযোগ করে বলেন, প্রতারক জাহাঙ্গীর তালুকদার আমার মেশিন গুলোকে তার মালিকানাধীন দেখানোর জন্য প্রতারনা করে ঢাকা কদমতলী থানাধীন নতুন জুরাইন আলমবাগ খাজা মাঈনুদ্দিন চিশ্তী রোড এলাকার নিলু সরকারের পুত্র আতাহার সরকারের মাধ্যমে একটি ভুয়া ক্রয়-বিক্রয় চুক্তি দেখান। তবে এসকল বিষয়ে জাহাঙ্গীর তালুকাদারের সাথে কথা বলার জন্য সরেজমিনে গিয়েও তাকে পাওয়া যায়নি। কিন্তু মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্বে আনা সকল অভিযোগ অস্বিকার করেন। যদিও জাহাঙ্গীর হোসেনের বক্তব্য নেওয়ার কিছুক্ষন পরেই জনৈক আলআমিন নামের একজন সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিবেদকের কাছে এখানে আসার কারন জানতে চায়।

ভুক্তভোগী বাদল হাওলাদার প্রাশাসনের সু-হস্তক্ষেপের মাধ্যমে তালুকদার এন্টারপ্রাইজে থাকা তার ক্রয়কৃত মেশিন অথবা সমমূল্যের অর্থ ফেরত চেয়েছেন। এবং তিনি এঘটনায় পুনরায় প্রশাসনের সুষ্ঠ তদন্ত কামনা করেন। বাদল হাওলাদার আরো বলেন, আমি এবিষয়টি নিয়ে পুলিশ সুপার সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD