বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধ: পটুয়াখালীর কলাপাড়ায় খেলার ছলে পুকুরে পড়ে ডুবে আড়াই বছর বয়সী এক পুত্র শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে উপজেলার মহিপুর থানার সদর ইউপির বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু মাহিম ওই গ্রামের মাহাবুব ঘরামীর পুত্র।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পুকুর পাড়ে খেলা করছিলো মাহিম। এসময় সবার অগোচরে খেলার ছলে পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা মাহিমকে বাড়ির কোথাও সন্ধ্যান না পেয়ে বাড়ির আশেপাশে খুজঁতে থাকেন। পড়ে পুকুরে শিশু মাহিমকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ওসি তদন্ত মনোয়ার হোসেন জানান, এবিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেনি। তবে আমরা খোজঁ নিয়ে দেখবো।